175303409795954 175303409795954 Manas Modak 175303409795954

বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

ভালো থেকো ভালোবাসা


আমি স্পষ্টবাদী, দুষ্টু ছেলে,

অল্পতেই তুষ্ট হ‌ই, তোর ছলনাতে।

গদ‍্যময় জীবন থেকে লিখি কবিতা,

নির্ঘুম থেকেছি রাতের পর রাত।

বুঝিনি প্রেমের মধ্যে রয়েছে অজানা রহস্য।

ছিন্ন করলি মায়াজাল, নিঃশব্দে, নিভৃতে।

 তবুও কষ্ট পাও, চাইনি কোন‌ওদিন,

হারানো সেদিন, বিকেলের পড়ন্তরোদে মনে পড়ে,

এখন বুকের ডান পাশে জমে আছে ব্যাথা;

সিগারেটের ধোঁয়ায় দাগ কাটে  অজানা কতো রোগ।

হেরে গেলেও  ভালবাসি তোমায়,

শেষদিন পর্যন্ত চাইবো ভালো থেকো,

ভালো থেকো ভালোবাসা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন