
দৌড়াচ্ছি আর চিৎকার করে বলছি --"থামো থামো"। কনট্রাকটর আমার কথা শুনতেই পাচ্ছে না।
আমার মতো আমার পিছনে আরেকজন ভদ্রলোক দৌড়াচ্ছেন আর আমাকে ডাকছেন, আমি থমকে দাঁড়িয়ে গেলাম। দেখলাম উনি বলছেন ," দাদা আপনি যে বাসে যাবেন এটা সেই বাস নয়। এই বাসটা দোতলা, আর আপনার ,আমার বাসটা একতলা। " আমি ওনার কথা শুনে আশ্বস্ত হলাম। বুকে প্রাণ ফিরে পেলাম।
তারপর ঘুম ভেঙে গেল। মনে পরে গেলো, ছোট বেলার এই রকম স্বপ্নের কথা। আমি উঁচু মাটির পাহাড়ের উপর থেকে লাফ দিয়েছি। আর ওড়ার চেষ্টা করছি। কিছুটা উড়তে পারছি ,আর পরে যাচ্ছি। আবার লাফ দিচ্ছি, আবার কিছুটা উড়তে পারছি।
এই হলো আমার জীবন। একটা ইচ্ছে ডানা । ইচ্ছে পূরণ করতে করতে বারে বারে পরে যাই। আবার উঠে পড়ি ,নতুন উদ্যমে চলতে থাকি। আজও চলছে, আমার পথ চলা। জানি না কখন আমার লক্ষ্যে পৌঁছতে পারবো। কিংবা আদৌ পৌঁছতে পারবো কিনা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন