জীবনালয় স্মৃতি কথা
*****************
পর্ব- ১
আমাদের পাড়ায় হাতেগোনা কয়েকজন পুকুরে স্নান করেন, তাদের
মধ্যে আমি একজন। পুকুরটা আমার বাড়ির থেকে কিছুটা দূরে।
আম,জাম,জামরুল, কাঁঠাল, সুপারি গাছে ঘেরাপুকুর।
সকালের সোনালী রোদ সুপারি গাছের মাথার উপর দিয়ে পুকুরের জলে পরে ঝিকমিক করছে।
অভ্যাসবশত প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে স্নান করতে গেলাম। এমনিতেই পুকুর সংলগ্ন বাগানটা ছায়া ঘেরা শান্তির নীড়। নিরবতাই ঐ বাগানের বিশেষত্ব।
কিন্তু আজ দেখলাম সম্পূর্ণ আলাদা এক পরিবেশ। পাখীর কূজনে আমার অলসদেহ এক মুহূর্তে সজাগ করে দিলো। চারিদিকে কিচিমিচির শব্দ।
বেশ উচ্চ স্বরে ফিঙে, শালিক, দোয়েল, বৌ-কথাকও, ছাতারে, বসন্তবৌরি , নীলকণ্ঠ, মাছরাঙা,সুইচোরা,চাতক, চোখগ্যালো, কানকুয়া পাখীর কি যেন একটা গভীর আলোচনায় ব্যাস্ত।
অনেকক্ষণ ধরে ওদের ভাষাটা বোঝার চেষ্টা করলাম। কিন্তু কিছুই বুঝতে পারলাম না। দূরের গ্রাম থেকে তখন শ্যামা সঙ্গীত ভেসে আসছে ... "সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি।"
সেটা ছিল একটা স্বর্গীয় পরিবেশ । ছেড়ে আসতে ইচ্ছা করছিলো না । কিন্তু কি করবো! অফিস আছে যে! চলে আসলাম সকলকে বিদায় দিয়ে....
(চলবে)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন