Graphics Designer, Content writer, Interest of Digital Media
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
জীবনের শিক্ষায় ছোটবেলা
ছোট বেলায় ঘটে যাওয়া ঘটনা জীবনে অনেক বড়ো শিক্ষা দেয়। তেমনই একটি ঘটনা আজ বলবো। আমি তখন স্কুলে পড়ি। কালিপূজোর দিন সন্ধ্যে বেলা কি রকম মনে হলো, বাড়ি থেকে বেরিয়ে কোনো কিছুর সন্ধানে রাস্তায় ঘুরতে গেলাম। ছোট থেকেই আমি আপনভোলা স্বভাবের । রাস্তায় গিয়ে দেখলাম একটি শীর্ণকায় বিড়ালছানা। ভালো করে হাঁটার ক্ষমতা নেই, যখন ওর কাছে গেলাম , ও ক্ষীণ গলায় ডেকেছিল "মিয়াও"। আমার খুব ভালো লাগলো। বাড়িতে ওকে আনলাম। গরিব ঘরে মা যা রান্না করতো ওকে নিজে হাতে খাওয়াতাম। ধীরে ধীরে ও বড়ো হতে লাগলো। আদরকরে ওর নাম রাখলাম "মুনু"।
আমি বিছানায় শুয়ে থাকলে ও যেখানেই থাকুক না কেন আমার পাশে এসে শুতো। সময় পেলেই ওকে খুব চটকাতাম। প্রসঙ্গত বলে রাখি আমি খুব ছোটবেলায় অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম। শুধু দীক্ষা নেওয়া নয়, প্রার্থনা-উপবাসসহ সমস্ত নিয়মাবলী মেনে চলতাম। একদিন সকালে প্রার্থনা করতে বসেছি। হঠাৎ কোথা থেকে#মিনিএসে আমার কোলে বসলো। ভক্তিযোগে ইষ্ট দেবতার উপর মনোনিবেশের বদলে মিনির উপর সমস্ত মনটা চলে গেলো। চোখ বুজিয়ে ওর উপস্থিতি, আমার মনে অফুরন্ত আনন্দ ও সুখের সঞ্চার করছিলো। ঠিক এই সময় পায়ের মধ্যে একটা শুড়শুড়ি উপলব্ধি করলাম। মনে হলো মুনু আমার পায়ের আঙুল নিয়ে খেলা করছে। এরকিছুক্ষণ পর মনে হলো, মুনু আমার বুড়ো আঙুলটা হালকা কামড় দিচ্ছে, তার কিছুক্ষণ পর মনে হলো বুড়োআঙুলটা কে যেন খুব শক্তকরে কামড়ে ধরেছে। এবার আমার সম্বিত ফিরলো। চোখ খুলে দেখি একটা বিশাল ডারা সাপ। আমার পায়ের সাদা বুড়ো আঙুলটা ব্যাঙ ভেবে গেলার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে আমি লাফিয়ে উঠলাম। সাপটাও পালাল।
কিন্তু আশে পাশে কোথাও মুনুর অস্তিত্ব চোখে পড়লো না। তখন বুজলাম, আমার বিপদ দেখে ভয় পেয়ে ও কখন পালিয়েছে। একবিংশ শতকে এসে আজ বুজলাম, ওটা ছিলো আমার জীবনে একটা শিক্ষা, একটা ম্যাসেজ। আপনি কাউকে ভালোবেসে যতই আপন ভাবুন না কেন, বিপদের দিনে কিন্তু পাশে পাবেন না। ব্যক্তিস্বার্থের কাছে সমষ্টিস্বার্থ বড়ো অসহায়। ভালোবাসা ভালো, কিন্তু মন-প্রাণ দিয়ে ভালোবাসা দুঃখেরই পথ প্রসস্ত করে... তবুও এখনো আমি আগের মতনই আছি। নিজের খেয়ালে চলি, মনে মনে কথা বলি...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন