আমার কোনোদিন দিদিকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয় নি কিন্তু অভিষেক দাকে সামনা সামনি অনেকবার দেখেছি । তাঁর কথা শুনেছি। Abhishek Banerjee দাদার রুচিশীল , মার্জিত , যুক্তিসঙ্গত, মমনশীল চিন্তাধারাপ্রসূত বাক্যবিন্যাশ ও বক্তৃতা শুনে বারে বারে অভিভূত ও মোহিত হয়ে গিয়েছি । অত্যন্ত জোরের সাথে বলছি এমন নেতৃত্ব গোটা বাংলা তথা ভারত পেয়েছে এটা আমাদের কাছে গর্বের বিষয়।
আমার কাছে এক এবং অদ্বিতীয়ম দেবী বলতে Mamata Banerjee ছিলেন আছেন এবং থাকবেন। কিন্তু সেই দেবীর একজন দক্ষ ও যজ্ঞ পূজারী হিসাবে অভিষেক দার আসন চিরকাল অভিষিক্ত থাকবে।
এবার আসি আসল কথায় ,এটা বলা বাহুল্য ,স্যোসাল মিডিয়ায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াইএ তৃণমূল কংগ্রেস অনেকটাই এগিয়ে আছে ,এবং থাকবে। কারণ তৃণমূল কংগ্রেসের প্রচারকগণ টাকায় নয় ভালোবাসায় বিশ্বাসী । আর তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভালোবাসার দল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যাক্তিস্বার্থ /গ্রুপের স্বার্থ দেখতে গিয়ে পারস্পরিক কটুক্তি/ব্যঙ্গাত্বক/সমালোচনামূলক পোষ্ট করে আমাদের দূর্বলতা বিজেপির আইটি সেলের সামনে তুলে ধরছি।এটা কি ঠিক?
উত্তরটা গতকাল #DigitalConclave এ #অভিষেক দা দিয়ে দিলেন ।
তিনি বলেছিলেন,- "গ্রুপ টু গ্রুপ কমপিটিশান থাকা ভালো, সেটা তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে।কে বড়ো ? কে ছোট এটা প্রমাণ করতে গিয়ে দলকে দয়া করে খাস্তা করবেন না"
অতএব বন্ধকরুন আপনদের গ্রুপগুলির ওইসব বড়োত্বের হামবড়াই। বন্ধ করুন বলা,--- আমাদের গ্রুপ এগিয়ে , তোমাদের গ্রুপ এগিয়ে ।
মনে রাখবেন দলটা আছে বলেই গ্রুপ গুলো আছে। দলনা থাকলে গ্রুপও থাকবে না। #HealthyCompetion হোক ,তা বলে কাউকে ছোট করে নয়, দলের ক্ষতি করে নয়।
মনে রাখবেন দলটা আছে বলেই গ্রুপ গুলো আছে। দলনা থাকলে গ্রুপও থাকবে না। #HealthyCompetion হোক ,তা বলে কাউকে ছোট করে নয়, দলের ক্ষতি করে নয়।
আপনি যে গ্রুপেরই সদস্য হোন না কেন , #বড়ো বলে যদি কিছু বলতে চান তো ,বলুন তৃণমূল কংগ্রেস এতো বড়ো, #এগিয়ে যদি বলতে চান বলুন #এগিয়ে_বাংলা। আর গর্ব ও অহংকার যদি কিছু করতে চান , #মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে করুন। গ্রুপের ঊর্ধ্বে /ব্যাক্তি অহং পরিত্যাগ করে এটা ভাবুন ,আপনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন পূজারী । ফেসবুক/টুইটারে আপনাদের লেখা দিদি নিজে দেখছেন /পড়ছেন ।
অতএব আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে কি বলতে চাইলাম নিশ্চয় বুঝেছেন, আর যদি না বুঝে থাকেন , যিনি বুঝতে পেরেছেন , তাঁর কাছ থেকে বুঝে নিন।।।